মেকআপের জিনিসের বিভিন্ন নাম এবং ব্যবহারের সঠিক পদ্ধতি জেনে নিন এক নজরে

0
2962
মেকআপের জিনিসের নাম

মেকআপের জিনিসের নাম:
মেকআপের সঙ্গে মেয়েদের সম্পর্ক নতুন করে বলার কিছু নেই। অনুষ্ঠানবাড়ি থেকে শুরু করে কলেজ এমনকি সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোডের জন্যেও টুকটাক Makeup করে থাকেন অনেকেই। এখন অবশ্য করোনার জেরে বাইরে বেরোনো নিষেধ তাতে কি? নিজের মন কে ভালো রাখতে বাড়িতেই অনেকে সেজে টাইমপাস করে থাকেন। নারীকে আরো সুন্দরী এবং মোহময়ী করে তুলতে এর কোন বিকল্প নেই তা সে যতই সোশ্যাল মিডিয়ায় ‘ময়দা সুন্দরী’ বলে ছেলেরা ট্রোল করুক।

তবে সবসময় পার্লারে গিয়ে Makeup করা সকলের পক্ষে সম্ভব নয়। অর্থিক দিক থেকে বাধার পাশাপাশি করোনাকালে পার্লারে যাওয়াও তো সহজ কথা নয়। সুতরাং, ওসবের তোয়াক্কা না করে বাড়িতে বসেই নিজের Makeup নিজে সেরে ফেললে ক্ষতি কী? অনেকেই মনে করেন, মেকআপ মানেই ফাউন্ডেশন থেকে শুরু। তা কিন্তু ঠিক নয়। সুন্দর ত্বক না থাকলে সুন্দর মেকআপ হবে কী করে? তাই সবার আগে পরিষ্কার ত্বক থাকা জরুরি। তার জন্য কী কী দরকার আসুন জেনে নিই।

পরিষ্কার ত্বক পেতে যা করবেন:-

মাস্ক:- আপনি কোনো হোমমেইড লাইট মাস্ক ব্যবহার করতে পারেন কিংবা কোনো ভালো ব্যান্ডের peel off মাস্ক ব্যবহার করে নিতে পারেন এটা আপনার স্কিনকে Deeply ক্লিন করবে।

ফেসওয়াশ:- আপনার যদি মাস্ক ব্যবহার করার সময় না থাকে সেক্ষেত্রে আপনার পছন্দের ফেসওয়াশ ব্যবহার করে আপনার ত্বক ভালোভাবে ক্লিন করে নিন।
ফেসওয়াশ

টোনার:- মাস্ক / ফেসওয়াশ ব্যবহার করার পর আমাদের ত্বক একটু ডিহাইড্রেট অনুভব করে, তাই আপনাকে অবশ্যই একটি টোনার ব্যবহার করতে হবে যেটা আপনার স্কিনে কার্যকরী।
টোনার

ময়েশ্চারাইজার:- মেকাপ শুরু করার আগে আপনাকে একটি লাইট ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।
ময়েশ্চারাইজার

এই তো গেল আপনার ত্বক পরিষ্কারের ঝক্কি। এবার আপআপনি Makeup করে নিজেকে সকলের থেকে আলাদা করে তুলবেন।

মেকআপ টুলস:-

স্পঞ্জ:- ফাউন্ডেশন ব্ল্যন্ডিং এর জন্য একটা স্পন্জ থাকা আবশ্যক।

ব্রাশ:- একটি সম্পূর্ণ Makeup করতে Brush খুবই প্রয়োজনীয়।

আইলেস কার্লার:- আইলেস কার্লার ব্যবহার আপনাকে অবশ্যই করতে হবে। ফেক আইলেস ব্যবহার করলেও তা সঠিক শেপ দেওয়ার জন্য এবং সঠিকভাবে সেট করার জন্য এই টুলটি প্রয়োজনীয়।

এ তো গেল সবে প্রথম ধাপ। এবার ধীরে ধীরে আমরা ঢুকছি ফেস মেকআপের গল্পে। আপনার মুখের মেকআপ টি সুন্দর এবং আকর্ষনীয় করতে যেগুলি দরকার সেগুলি হল-

প্রাইমার:- মেকআপ কে দীর্ঘক্ষণ ধরে রাখতে প্রাইমার অবশ্যই ব্যবহার করতে হবে।

কালার কারেক্টার:- স্পট,রিংকেল্স,পিগমেন্টেশন, স্মাইল লাইনকে ঢাকতে এই টুল আবশ্যক।

ফাউন্ডেশন:- এটি অতি প্রয়োজনীয় একটি আইটেম। ব্রাইডাল থেকে শুরু করে নিউট্রাল, ফাউন্ডেশন মাস্ট।

কাউন্সিলর:- স্কিন কে হাইলাইট করতে এর প্রয়োজন আছে।

কম্প্যাক্ট পাউডার:- বেস মেকআপকে সেট করতে কম্প্যাক্ট পাউডার লাগবে।

কন্টোর:- ন্যাচারাল লুক দিতে Contour ব্যবহার করতেই হবে।

ব্রোঞ্জার:- কন্টোর পয়েন্টকে সেট করার জন্য হালকা ব্রোঞ্জার ব্যবহার করতে পারেন।

ব্লাশ অন:- Blush on এমন একটা আইটেম যেটা ছাড়া পুরো মেকাপটাই অসম্পূর্ণ। এটা আপনাকে Natural Glam দিতে সাহায্য করবে।

হাইলাইটার:- দিনে কিংবা রাতে যখনই মেকাপ করেন Highlighter আপনার ব্যবহার করতে হবে। এটা আপনার পুরো লুককে হাইলাইট করতে সাহায্য করবে।

কেমন লাগলো অবশ্যই জানান

SHARE