নেটপাড়ার নতুন চর্চা The Bong Guy এর The Lockdown Song

1
1969
The Lockdown Song - The Bong Guy

The Lockdown Song – The Bong Guy : বিগত বেশ কিছু বছর ধরেই সারা দেশের পাশাপাশি বাংলাতেও ভীষণভাবে জনপ্রিয় হয়েছে Youtube। বর্তমান যুব সম্প্রদায়ের মধ্যে বহু ছেলেমেয়ে এমন আছে যারা Youtube কেই নিজেদের কেরিয়ার হিসেবে বেছে নিয়েছে। কাজকর্ম ছেড়ে ভ্লগ, কমেডি ভিডিও এমনকি নানারকম তথ্য বিষয়ক ভিডিও বানিয়ে দর্শকদের মনোরঞ্জন করছেন অনেকেই। আর বাংলার Youtuber মানেই The Bong Guy এর নাম সবার আগে আসবে। সদ্য সে আপলোড করেছে নতুন ভিডিও দ্যা লকডাউন সং।

রোস্টিং, কমেডি ভিডিও, ভ্লগিং, মুভি রিভিউ ইত্যাদি কন্টেন্ট আপলোড করে বাংলার মানুষের কাছে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গেছেন কিরণ দত্ত যিনি নেটিজেনদের কাছে The Bong Guy নামে পরিচিত। ইঞ্জিনিয়ারিং ছেড়ে Youtube কে পেশা হিসেবে বেছে নেওয়া কিরণ তার প্রতিটি ভিডিওতেই সবসময় কিছু নতুন আনার চেষ্টা করে থাকে।

The Lockdown Song – The Bong Guy ১ ঘন্টাতেই ১ লক্ষ ভিউ :

Youtube এ কিরণের দুটি চ্যানেলে কয়েক লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে যারা তার চ্যানেলে নতুন ভিডিও এলেই চটপট দেখে ফেলে। যেমন এই গান আপলোড হওয়ার ১ ঘন্টার মধ্যেই তা পৌঁছে গেছে ১ লক্ষেরও বেশি মানুষের কাছে যা কম বড় কথা নয়। কিরণের চ্যানেলে বাকি ভিডিওগুলির দর্শকের পরিমাণও কয়েক লক্ষ। সোশ্যাল মিডিয়ায় তার ফ্যান ফলোয়িং হার মানাবে টলিউডের অনেক সেলিব্রিটিকেই।

The Bong Guy
The Bong Guy

Youtube এ ভিডিও বানানোর পাশাপাশি গানের দিকেও বেশ ঝোঁক আছে The Bong Guy এর। তাই মাঝেমধ্যেই গিটার হাতে গান করতে দেখা যায় তাকে। গত বছর ধরেই করোনা ভাইরাসে জর্জরিত গোটা বিশ্ব। ভারতে করোনার দ্বিতীয় ওয়েভের জেরে ফের বিধিনিষেধ চলছে রাজ্য জুড়ে। এই অবস্থায় The Lockdown Song – The Bong Guy ভীষণভাবে প্রাসঙ্গিক কারণ এটিকে শুধু গান বলে ভুল করলে হবেনা, সমাজের বর্তমান পরিস্থিতির বিরুদ্ধে কঠিন বিদ্রুপও বটে। গানটির লিরিক থেকে অ্যারেঞ্জমেন্ট সবকিছুই দ্যা বং গাই নিজের হাতে করেছে।

সসাম্প্রতিককালে সরকার এবং মিডিয়ার ভূমিকা নিয়ে হালকা চালে মজা করেছে The Bong Guy। তার এই মজা মানুষ কতটা পছন্দ করছে তা তো সময় বলবে তবে আপাতত এই গানের দর্শক সংখ্যা যেহারে বাড়ছে সেখানে এই গান যে আগামী দিনে সাড়া ফেলবে তা বেশ বোঝা যাচ্ছে। ফলে আপনি এখনো দেখে না থাকলে আর দেরি করবেন না, এখনই Youtube এ গিয়ে সার্চ করুন The Lockdown Song – The Bong Guy।
The Bong Guy

কেমন লাগলো অবশ্যই জানান

SHARE

1 COMMENT

Comments are closed.