Villfood খ্যাত পুষ্পরানি সরকারের বার্ষিক আয় এবং উঠে আসার গল্প

0
6368
Villfood
Villfood খ্যাত পুষ্পরানি সরকারের বার্ষিক আয় এবং উঠে আসার গল্প

আজকের যুগ স্মার্টফোনের। শুধুমাত্র মোবাইলের স্ক্রিনে টাচ করেই বাড়ি বসে সারা বিশ্বের সমস্ত খবর থেকে শুরু করে সমস্ত কিছু নিমেষে হাজির হয়ে যায় সামনে। নব প্রজন্মের কাছে ইউটিউবের গ্রহণযোগ্যতাও বাড়ছে দিন দিন ফলে স্বাভাবিক ভাবেই কোন অজানা জিনিস শেখা এখন শুধু কয়েক মুহুর্তের অপেক্ষা।

রান্নাবান্না থেকে শুরু করে পড়াশোনা, জুতোসেলাই থেকে চণ্ডীপাঠ সবকিছুই ইউটিউবে সহজেই পাওয়া যায় আর এই প্ল্যাটফর্ম ব্যবহার করেই দেশ বিদেশের নেটিজেনদেরকে বাঙালি রান্না শিখিয়ে সম্প্রতি জনপ্রিয় হয়েছেন Villfood খ্যাত বীরভূমের বনভিলা গ্রামের অশতীপর বৃদ্ধা পুস্পরানী সরকার

ভিলফুড এর উঠে আসার গল্প (Journey of Villfood):

দুই নাতি সুদীপ সরকার, কাজল সরকার, বৌমা এবং নাত বৌ এর সাহায্যে বাঙালি রান্নার ভিডিও আপলোড করে দেশ বিদেশের মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন পুস্পরানী দেবী। সুদীপ সরকার ২০১৭ সালে ‘ভিলফুড’(Villfood) নামে একটি ইউটিউব চ্যানেল খুলে সেখানে রান্না ভিডিও আপলোড করতে শুরু করেন।

ইউটিউবে বিদেশী রান্নার অনেক ভিডিও থাকলেও বাঙালি রান্নার ভিডিও তেমন একটা পাওয়া যায়না বলে এই চ্যানেল খুলেছিলেন তিনি। কিন্তু হঠাত করেই চ্যানেলের সাবস্ক্রাইবার বড়তে বাড়তে এখন তা দেড় মিলিয়ন অর্থাৎ পনেরো লক্ষ ছাড়িয়ে গেছে যা কম বড় কথা নয়।

ভিলফুড এর রকমারি রেসিপি (Villfood Recipes):

ভাপা ইলিশ, কুমড়ো ফুলের বড়া, থানকুনি পাতার চচ্চড়ি, কচু শাক, তেল কই, লাউ ঘন্ট, সোল মাছের ঝোল ইত্যাদি ঘরোয়া রান্না বাঙালি প্রায় ভুলতে বসেছে। বিরিয়ানি আর ফ্রায়েড রাইসে আটকে থাকা বাঙালিকে আসল বাঙালি খাবারের স্বাদ বোঝাতে একের পর এক রান্নার ভিডিও আপলোড করেছেন পুস্পরানী সরকার

একদম গ্রামবাংলার এই পদ গুলিকে দেশের পাশাপাশি বিদেশের মানুষের কাছেও জনপ্রিয় করে তুলেছেন তিনি। শীল নোড়ায় বেটে কাঠের জালে উনুনে রান্না করেন তিনি। বর্তমানে পুস্পরানী সরকার যে ইউটিউব স্টার তা আর নতুন করে বলার কিছু নেই।

ইউটিউব থেকে উপার্জনের পাশপাশি দেশ বিদেশের মানুষের কাছে বাঙালি খাবারের এই রেসিপি গুলি পৌঁছে দিতে পেরেই খুশি বৃদ্ধা। তিনি জানান, বহু মানুষ তাকে ফোন করে রান্নার বিষয়ে জিজ্ঞাসা করে অনেকের ভাষা তিনি বুঝতে পারেন না তবে নিজের সাধ্যমতো সকলকে বোঝানোর এবং শেখানোর চেষ্টা করেন পুস্পরানী সরকার।

নিজের কাজের মাধ্যমে মানুষের কাছে পৌছাতে পেরে খুশি তিনি। এর পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও চর্চার কেন্দ্রবিন্দুতে থাকার সুবাদে দিন দিন নতুন নতুন দর্শক বাড়ছে তার চ্যানেলে।

ভিলফুড চ্যানেলের বার্ষিক আয় (How much does villfood earn?
):

তবে ‘ভিলফুড’ (Villfood) চ্যানেলের সাবস্ক্রাইবার যেহেতু পনেরো লক্ষের বেশি এবং প্রতিটি ভিডিওতে দর্শক সংখ্যা গড়ে দুই লক্ষের বেশি সেখান থেকে অনুমান করে বলা যেতে পারে এই রান্নার চ্যানেল থেকে বৃদ্ধা এবং তার পরিবারের বছরে ৮-১০ লক্ষ টাকা আয় হতে পারে যাতে করে বেশ সুখে স্বাছন্দ্যে জীবন যাপন করতে পারবে বনভিলার সরকার পরিবার।

কেমন লাগলো অবশ্যই জানান

SHARE