গর্ভাবস্থায় করোনা হলে করণীয়: বিশেষজ্ঞদের ভবিষ্যৎবাণী মেনে যথাসময়ে এসে উপস্থিত হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথমবারের থেকে দ্বিতীয় ওয়েভ আরো বেশি প্রাণঘাতী এবং ক্ষতিকর হলেও ধীরে ধীরে এই ভাইরাসকে বশে আনছে ভারত। খুব তাড়াতাড়ি হয়তো আছড়ে পড়বে তৃতীয় ওয়েভ তবে তা যে দ্বিতীয় ওয়েভের মতো ভয়ঙ্কর হবেনা তা নিশ্চিত করেছেন এইমস প্রধান ডঃ রণদীপ গুলেরিয়া।
তা বলে তো হাত পা গুটিয়ে বসে থাকা যায়না। বিশেষ করে গর্ভবতীদের Corona হলে তা শিশুর দেহে সংক্রমিত হবে কি না তা নিয়ে মানুষের মনে রয়েছে হাজারো প্রশ্ন। হু (WHO) অবশ্য জানাচ্ছে গর্ভাবস্থায় মায়ের শরীর থেকে সন্তানের শরীরে Corona সংক্রমণের কোন সঠিক প্রমাণ এখনো পাওয়া যায়নি তবে সাবধানতা অবলম্বন তো অবশ্যই প্রয়োজন।
এখনো অবধি জানা গেছে মায়ের বুকের দুধ থেকে সন্তানের দেহে করোনার সংক্রমণ হয়না।
বাকিদের মতো গর্ভবতী মায়েদেরও করোনা হলে সর্দি, হাঁচি, কাশি, নিউমোনিয়া ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে।
গর্ভাবস্থায় করোনার প্রভাব (Effects of covid during pregnancy
) :-
গোটা বিশ্ব জুড়ে এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে দেখা গেছে Corona ভাইরাসে আক্রান্ত হওয়ার ফলে সময়ের আগেই ডেলিভারি হয়ে গেছে।
মায়ের শ্বাসকষ্ট দেখা দিতে পারে।
সন্তানের নড়াচড়া কমে যেতে পারে।
গর্ভপাতের ক্ষীণ সম্ভাবনাও তৈরি হয়।
শুধু শারীরিক নয়, মানসিক দিক থেকেও মা ভেঙে পড়ে যার প্রভাব পড়ে সন্তানের পাশাপাশি তার নিজের স্বাস্থ্যের ওপর।
গর্ভাবস্থায় করোনা হলে করণীয় ? (What to do if you have covid during pregnancy ?) :-
যারা সদ্য গর্ভবতী হয়েছেন তারা খুব প্রয়োজন হলে তবেই ক্লিনিকে যান। ফোনে বা ভিডিও কলেই ডাক্তারের সাথে কথা বলুন। বাড়ি থেকে বেরোনোর বিশেষ দরকার নেই, বাড়ির বাকি সদস্যদের সতর্ক থাকতে বলুন।
গর্ভাবস্থায় কিছু স্ক্যান এবং পরীক্ষা করা বাধ্যতামূলক সেক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করে ফাঁকা জায়গায় গিয়ে করুন।
Corona সংক্রমিত মায়ের যদি ডেলিভারি হয় তাহলে জেনারেল অ্যানাস্থেসিয়া না করে স্পাইনাল অ্যানাস্থেসিয়া করাই ভালো।
মা বেশি অসুস্থ থাকলে শিশুকে চাইলে দুধ খাওয়ানো থেকে বিরত থাকতে পারেন। সেক্ষেত্রে নিজে এক্সপোজ করে অন্য কোন ফিডারকে দিয়ে খাওয়ান।
গর্ভাবস্থায় দিনে বেশ কয়েকবার মায়ের অক্সিজেন লেভেল এবং রক্তচাপ মাপতে থাকুন। এই সমস্ত মেশিন বাড়িতেই কিনে রাখুন।
গর্ভবতী অবস্থায় করোনা এড়াতে কী করবেন ? (What to do to avoid covid during pregnancy ? ) :
আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন তাহলে সবার আগে প্যানিক করা বন্ধ করুন। অযথা প্যানিক করলে তা আপনার স্বাস্থ্যের পাশাপাশি মানসিক ভাবেই প্রভাব ফেলবে, ক্ষতি হতে পারে সন্তানেরও।
নিজেকে টুকটাক হালকা কাজে ব্যস্ত রাখুন। তাহলে মনে পজিটিভ এনার্জি কাজ করবে এবং মনও খুশি থাকবে, অযথা চিন্তা থেকে রেহাই পাবেন।
দিনে ৮ ঘন্টা ঘুম অবশ্যই জরুরি।
মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবহার অবশ্যই বাড়ির মধ্যেও করুন এবং বাড়ির বাকি সদস্যদেরও করতে বলুন।
পুষ্টিকর খাবার খান। প্রোটিন জাতীয় খাবার অবশ্যই পাতে রাখুন।
চিকিৎসকের ক্লিনিকে খুব দরকারেই যান, না হলে ফোন বা ভিডিও কলে কাজ সারুন।