বাস ড্রাইভারের ছেলে নবীন চন্দ্র গৌড়া থেকে যশ হয়ে ওঠার গল্প

0
616
Yash

Yash (যশ) হয়ে ওঠার গল্প : ২০১৮ সালএর ২১শে ডিসেম্বর। শাহরুখ খান এর ছবি জিরোর সঙ্গে রিলিজ হল কেজিএফ নামএর একটি ছবি। দুটো ছবির মধ্যে যে কোন তুলনাই হয়না তা আর বলার অপেক্ষা রাখেনা। কিং খানএর ছবির বাজেট যেখানে ২০০ কোটি সেখানে কেজিএফএর বাজেট ৮০ কোটি। কিন্তু বাজেট, গ্ল্যামার আর স্টারডামকে ছাপিয়ে গিয়ে সেদিন ভাগ্য লেখা হয়ে গেছিল অভিনেতা যশ(Yash)এর। কন্নড় সিনেমাকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতে পেরেছিলেন তিনি এই ছবির মাধ্যমে। জিরো যেখানে ব্যবসা করেছে ১৯১ কোটির সেখানে কেজিএফ ব্যবসা করেছে ২০০ কোটি। এর থেকেই প্রমান হয় আজও দর্শক ভালো গল্পকে অ্যাপ্রিশিয়েট করতে জানে। সারা দেশজুড়ে এখন কয়েক কোটি ভক্ত অভিনেতা যশ এর। আপনিও ভিডিওটা দেখছেন তার মানে আপনিও নিশ্চয়ই যশ এর ফ্যান? তাহলে আমি আজ আপনাকে অভিনেতা যশ এর সম্পর্কে জানাবো কিছু অজানা তথ্য।

যশ এর ছোটবেলা (Childhood of Actor Yash) :

কর্ণাটকএর ছোট্ট এক গ্রামে যশ এর জন্ম। তার বাবা পেশায় একজন বাস ড্রাইভার এবং মা গৃহবধূ। ছোটবেলায় স্কুলে একটি নাটকে অভিনয় করার সময় থেকেই যশ(Yash)এর এই পেশাকে ভালো লাগতে শুরু করে এবং ক্লাস টুয়েল্ভে এসে সে ঠিক করে নেয় অভিনয়কেই নিজএর কএরিয়ার হিসেবে বেছে নেবে।

তবে পথটা এতটাও মসৃণ ছিলনা। সে যখন বেঙ্গালুরুতে আসার কথা বাড়িতে জানায় তখন বাড়ি থেকে সাফ সাফ বলে দেওয়া হয় কোনরকম আর্থিক সাহায্য তাকে করা হবেনা। মাত্র ৩০০ টাকা নিয়ে বেঙ্গালুরুতে আসার পর থিয়েটারে ব্যাক স্টেজে বা এক্সট্রা অ্যাক্টর হিসেবে কাজ করতে শুরু করেন যশ। এরপরে একটি ছবির অ্যাসিস্টেন্ট ডিরেক্টর হিসেবে কাজএর সুযোগ পান তবে সেই ছবি মাঝপথেই বন্ধ হয়ে যাওয়ার কারণে কোন পারিশ্রমিকও পান নি তিনি। তবে এরপর সুযোগ পান সিরিয়ালে। সেটাই তার প্রথম ক্যামএরার সামনে কাজ। যশ এর আসল নাম নবীন চন্দ্র গৌড়া, কিন্তু অভিনয় জগতে পা রাখার সময়েই তিনি ছোটবেলার ডাকনাম যশ কে নিজএর নাম বানিয়ে নেন।

সিরিয়ালে কাজ করতে করতে সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করতে শুরু করেন যশ(Yash) সএরা পার্শ্বচরিত্রে অভিনয়এর জন্য পেয়েছেন ফিল্মফেয়ার পুরস্কার। তবে তখনও তিনি জানতেন না যে জীবনে কতবড় সারপ্রাইজ তার জন্য অপেক্ষা করে রয়েছে। এরপর ধীরে ধীরে কন্নড়ি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে শুরু করেন যশ। তারপর তার হাতে আসে কেজিএফ এর অফার। দীর্ঘ চার বছর ধরে তৈরী হয় এই ছবি। বাকিটা তো আমাদের সকলেরই জানা। তবে যশ এর মহিলা ফ্যানদএর জানিয়ে রাখি, ২০১৬ সালে অভিনেত্রী রাধিকা পন্ডিতএর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন যশ। একাধিকবার তারা একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন এবং ভবিষ্যতেও করবেন বলে জানিয়েছেন। তাদএর অন ক্যামএরা কেমিস্ট্রি পছন্দ করে মানুষ।

কেজিএফ এর সাফল্যএর পর একাধিকবার বলিউড ছবির অফার ফিরিয়েছেন যশ(Yash)। তিনি এখন কন্নড় ছবিতে অভিনয় করে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিকে বেশি করে এক্সপোজার দিতে চান। এখন তিনি ব্যস্ত কেজিএফ চ্যাপ্টার টু নিয়ে। ইতিমধ্যেই এই ছবির টিজার পোস্টার সবকিছুই ভীষণভাবে হিট। মানুষ হলে এই ছবি দেখার জন্য অপেক্ষা করছে অধীর আগ্রহে।

কেমন লাগলো অবশ্যই জানান

SHARE